চাকরিজীবন শেষে অবসরে গেলেন সোনালী ব্যাংকের ডিএমডি শামিম উদ্দিন
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন | ভিন্ন খবর

দীর্ঘ ৩ দশকেরও বেশি কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শামিম উদ্দিন আহমেদ।
তাঁর অবসর গমন উপলক্ষে ১৪ জুলাই সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমডি শামিম উদ্দিন আহমেদ তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন ও অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকে কর্মকালীন বিদায়ী ডিএমডির বিভিন্ন সফলতা ও অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আন্দনময় অবসর জীবন কামনা করেন।
জনাব শামিম উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী শামিম উদ্দিন আহমেদ দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখা প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন সার্কেল প্রধান এবং জেনারেল ম্যানেজার হিসেবে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৯ এপ্রিল তিনি অগ্রণী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার হতে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। ২৮ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়।
তিনি ডিএমডি হিসেবে সোনালী ব্যাংকেও সফলতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।