অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও জাতীয় বাজেট বাস্তবায়নে ব্যাংকারদের রয়েছে অগ্রণী ভুমিকা

 প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ১২:১১ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ও জাতীয় বাজেট বাস্তবায়নে ব্যাংকারদের রয়েছে অগ্রণী ভুমিকা


গত শনিবার  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে "অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্রস বাংলাদেশ" এর উদ্যোগে অনুষ্ঠিত হল " জাতীয় বাজেট ২০১৯-২০২০ বাস্তবায়নে ব্যাংকারদের রয়েছে অগ্রণী ভুমিকা" শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। আনিচ মুন্সীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, গবেষণা ( অর্থনৈতিক উপদেষ্টা) ড. মোঃ আখতারুজ্জামান এবং সভাপতিত্ব করেন মুহাঃ মহিউদ্দিন হাওলাদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক এর চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল , বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ , রূপালী ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, বিআইবিএমএর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী , বাংলাদেশ কৃষি ব্যাংক এর সাবেক ডিএমডি  ড. লিয়াকত হোসেন মোড়ল। এ ছাড়াও এই বাজেট আলোচনায় অংশগ্রহন করেন বিভিন্ন ব্যাংকে কর্মরত প্রতিথযশা ব্যাংকার ও অর্থনীতিবিদ। আলোচনায় বক্তারা বলেন ব্যাংক কর্মকর্তারা বরাবরই বাজেট বাস্তবায়নে যথাযথ দায়িত্ব পালন করলেও এতোদিনে গুরুত্বের সাথে উপস্থাপিত হয়নি।  ব্যাংক কর্মকর্তারা ভ্যাট ,ট্যাক্স ও শুল্ক গ্রহন এর মাধ্যমে অভ্যন্তরীন সম্পদ আহরনে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে তেমনি এসএমই লোন প্রদান করার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, আমদানী-রপ্তানী ব্যবসায় অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বড় বড় উন্নয়ন প্রকল্পে অর্থ বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ব্যাংক কর্মকর্তারা যথেষ্ট ভূমিকা রেখে আসছে। আলোচকরা এ ধরনের গঠনমূলক অনুষ্ঠানের আয়োজনের জন্য অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ(এবিওবি) এর সাথে সংশ্লীষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: