ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি নিষ্পত্তিতে নির্দেশনা দেওয়ার দাবি

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি নিষ্পত্তিতে নির্দেশনা দেওয়ার দাবি


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমা দাবি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবিসহ ৬ দফা দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ক্ষয়ক্ষতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো-

১) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমা দাবি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। 

২) যেসব পণ্যের বিমা করা ছিল না, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া। 

৩) ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ।

৪) ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা।

৫) নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন।

৬) কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা।


এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই প্রেক্ষাপটে আমরা মনে করি, সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। এই কমিশন শুধু দুর্ঘটনার কারণ নির্ণয় করবে না, বরং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নীতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করবে। বিশেষ করে ফায়ার সেফটি, আধুনিক গুদাম ব্যবস্থাপনা, সিসিটিভি পর্যবেক্ষণ, জরুরি নির্গমন পথ এবং নিরাপত্তা প্রশিক্ষণ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তবে দ্রুততার সঙ্গে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু করার জন্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আগুনে কার্গো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত অংশ পুড়ে যাওয়ায় ওষুধ শিল্পে কাঁচামালের গুদাম ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। আমরা আশা করি, জনস্বাস্থ্যের স্বার্থে সরকার অতি দ্রুত এর বিকল্প ব্যবস্থা ও পুনঃস্থাপনে উদ্যোগ নেবে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতির নিরূপণ শেষে দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


মোহাম্মদ হাতেম বলেন, আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়গুলো যথাযথ শুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার মূল কারণ নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন- যাতে ভবিষ্যতে এ ধরনের অঘটন আর না ঘটে।সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সদস্য এবং আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: