দুর্ঘটনার কবলে আন্তঃজেলা যাত্রীবাহী বাস!
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন | জেলার খবর
কামাল হোসেন:
কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী সামি-জনি এন্টারপ্রাইজ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশে ধাক্কা দেয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিকট আওয়াজে পল্লী বিদ্যুত অফিসের জরুরি বিভাগের কর্তব্যরত কর্মকর্তাগণ ও স্থানীয় বাসিন্দারা এসে দেখেন বাসটি অফিসের সামনের অংশে ডুকে পড়ে।
হাইওয়ে পুলিশের জানায়, এ সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বাসটি ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। হাইওয়ে পুলিশ, লালমাই থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে বাসটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ পাড়িতে নিয়ে যাওয়া হয়।
