বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুমিল্লার লালমাই উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন | জেলার খবর
কামাল হোসেন: রবিবার (১১ জানুয়ারি) বিকেলে বাগমারা দক্ষিণ বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইঁয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের আপোষহীন নেত্রীকে জান্নাত দান করেন।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টুর পরিচালনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন কুমিল্লা-১০ আসনের (লালমাই-নাঙ্গলকোট) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাজহারুল ইসলাম ছুফু, লালমাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ, আক্তারুজ্জামান মজুমদার রকেট, হাফেজ আনোয়ার হোসেন, এবিএম ওমর ফারুক সুমন, সদস্য কাজী ইকবাল হোসেন কাজল, মনির হোসেন ডালিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হুমায়ুন কবির শরীফসহ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
