কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল ও গুলি উদ্ধার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন | জেলার খবর
কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তুল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরচিলমারী বিওপির টহল দল অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া মাঠে মাটির নীচে পুঁতে রাখা বস্তায় ভরা কালো কসটেপ দিয়ে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৪৭-বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি কুষ্টিয়ার দৌলতপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
