আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককেই নিতে হবে

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংককেই নিতে হবে


দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেই নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত সেপ্টেম্বর শেষে ১৭টি ব্যাংকে খেলাপি ঋণ ৫০ শতাংশের বেশি। আর কোন ব্যাংক অধিগ্রহণে নেবে না বাংলাদেশ ব্যাংক।



আমানতকারীদের টাকা ফেরতের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে মামলা করে আমানতকারীদের টাকা ফেরাতে হবে।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: