বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৪–২০২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে চতুর্থ স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর নিকট হতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: