সরাইলে খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন | জেলার খবর
মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ) :
জিয়া স্মৃতি সংসদ সরাইল উপজেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে সোমবার (১২ জানুয়ারী) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রয়াত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ সময় সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
