গৃহকর্মীকে সম্মানের মাধ্যমে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর ব্যতিক্রমী রজত জয়ন্তী উৎসব

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

গৃহকর্মীকে সম্মানের মাধ্যমে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর ব্যতিক্রমী রজত জয়ন্তী উৎসব


দরিদ্র সুবিধাবঞ্চিত গৃহকর্মীকে প্রতীকী 'গেস্ট অব অনার' সম্মান জানিয়ে  ব্যতিক্রমী আয়োজন করেছে ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট ক্লাব।  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব সেবা ও উন্নয়ন সংগঠন 'রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ' এর সফলতার ২৫ বছর উপলক্ষে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য  রজত জয়ন্তী, ২৫তম বোর্ড অভিষেক ও ৬শ তম নিয়মিত সভা। ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীতে একটি রেস্টুরেন্টে ক্লাবের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন শিয়ালবাড়ি বস্তির দরিদ্র এক মহিলা গৃহকর্মী। সুবিধাবঞ্চিত এ মহিলাকে সম্মুখ সারিতে আসন দেয়া হয় তাকে। আত্মকর্মসংস্থানের জন্য তাকে উপহার প্রদান করা হয় সেলাই মেশিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, পার্টনার ইন সার্ভিস কমিটি চেয়ারম্যান হিসেবে ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং এর প্রাক্তন সভাপতি সাজেদুল হক পলাশ এমপিএইচএফ। প্রোগ্রাম প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম।

প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সভাপতি আদিবা আজম মাটি এবং প্রোগ্রাম সচিব ছিলেন বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল গালিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি মৌমিতা নওশীন সাথী, হাসান আল মামুন, মাসুদুল আলম, নাহিদ মুন্সী, মিজানুর রহমান, নাবির হোসেন, আশিক রহমান ও সভাপতি ইলেক্ট অলি আহমেদ জয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশিত হয়।


ভিন্ন খবর এর আরও খবর: