শীতকালীন সবজি চারার ব্যবসায় সাবলম্ভী চাষি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন | ভিন্ন খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
শরৎ শেষ হতেই কৃষকরা মাঠে নামে শীতকালীন সবজি চারা রোপণের কাজে। উপকূলীয় জেলা বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের চাষি নিবিড় হাওলাদার জানান, “চারা উৎপাদন আর বিক্রিতে ভালো আয় হয়। আগে অন্যের ওপর নির্ভর করতে হত, এখন নিজেই চারা বানাই।"
স্থানীয় কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, “সঠিক চারা ও পরিচর্যা দিলে খরচ কম এবং উৎপাদন বেশি হয়। এতে চাষিরা স্বাবলম্বী হচ্ছে।" নিবিড় আরও জানান, টমেটো, বাঁধাকপি ও ফুলকপি চারার চাহিদা বেশি। ছোট জমিতেও চারা উৎপাদন সম্ভব, আর বিক্রি স্থানীয় বাজারে করা যায়।শরৎ–শীতকালীন এই চাষিতে চাষিরা প্রাকৃতিক পরিবেশ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে লাভবান হচ্ছেন। এতে কৃষি নির্ভর জীবন আরও সাবলম্বী হচ্ছে।
