গৌরীপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১১:০৬ অপরাহ্ন | সারাদেশ

শামীম খান ( গৌরীপুর, ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। আরে বক্তব্য দেন ইউএনও হাসান মারুফ, গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিলটন ভট্টাচার্য্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, স্কাউট সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কামাল প্রমুখ।###