গৌরীপুরে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেল বীরমুক্তিযোদ্ধারা

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১০:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেল বীরমুক্তিযোদ্ধারা


শামীম খান (গৌরীপুর,ময়মনসিংহ):


ময়মনসিংহের গৌরীপুরের বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এগুলো বিতরণ করেন।

অনুষ্ঠানে ১৭১ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও প্রয়াত ১৮৩ জন বীরমুক্তিযোদ্ধার ডিজিটাল সার্টিফিকেট পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়।

ইউএনও হাসান মারুফের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভ‚মি) মোসা. নিকহাত আরা, ভাইস-চেয়ারম্যান  সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।


সারাদেশ এর আরও খবর: