ব্যবসায়ী নেতা আলাউদ্দিন মালিক এফবিসিসিআই নির্বাচনে অনন্য জনপ্রিয় প্রার্থী
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

নানা চড়াই উৎরাই অতিক্রম করে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বেশ জমজমাট হচ্ছে বিজনেস সোসাইটি এবং জমে উঠেছে এফবিসিসিআইয়ের নির্বাচন। ভোটের বাজারে এগিয়ে আছে মাহবুবুল আলমের নেতৃত্বাধীন প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই প্যানেলের পরিচালক প্রার্থীদের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: আলাউদ্দিন মালিক,ওমর ফারুক,মো:খোরশেদ আলম, আলমাস কবীর, রাকিব আহমেদ মুন্সী রকি,এনায়েত সিদ্দিকীসহ আরো অনেকেই।এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রার্থী আলাউদ্দিন মালিক। তিনি বাংলাদেশ অভ্যন্তরীন পোষাক প্রস্তুতকারক মালিক সমিতি ও উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি। এছাড়াও তিনি এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ডেভেলপমেন্ট অব লোকাল গার্মেন্টস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি,ব্যবসায়ী ঐক্য ফোরাম, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতি, চকবাজার ও উর্দু রোড জামে মসজিদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ভোটারদের সাথে আলাপকালে জানা যায় আলাউদ্দিন মালিক বিপুল ভোটে জয়ী হবেন। তারা অনেকেই জানায় তিনি বিজয়ী হলে ব্যবসায়ী সমাজের কল্যাণ হবে। এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মে) এফবিসিসিআইয়ের সদস্য সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে নির্বাচনের তফসিল। তফসিল অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টর্স) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা হবে। পরে ২ আগস্ট নির্বাচিত পরিচালকদের ভোটে সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি নির্বাচন করা হবে। সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৩ জুন। ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ জুন। পরিচালক পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ জুলাই। ১৫ জুলাই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই। একইদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।