চাঁদপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

চাঁদপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলায় আজ শনিবার বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প)কামাল হোসেন মহাসিন,

উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প)এস. এম. খলিলুর রহমান সিকদার,  ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-আমিন বীমা প্রকল্প)মোঃ সেলিম মিয়া,  নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বন প্রকল্প পরিচালক (জনপ্রিয় একক বীমা প্রকল্প) মোঃ জাহাঙ্গীর হোসেন উত্তম। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা খাত দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহকদের আস্থা ও সেবার মান ধরে রাখতে নিয়মিত দাবি নিষ্পত্তি ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: