বাঘায় ভেজাল গুড়, গুড় তৈরির সরঞ্জামসহ জরিমানা আদায়

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন   |   সারাদেশ

বাঘায় ভেজাল গুড়, গুড় তৈরির সরঞ্জামসহ জরিমানা আদায়


বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ, ধ্বংস এবং নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৫ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণে ভেজাল গুড়সহ এক লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৫ এর উপ- পরিচালক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ বিভিন্ন সময় এজাহারনামীয় আসামী ও তদন্তে প্রাপ্ত, সাজাপ্রাপ্ত, গুরুত্বর্পূন মামলার আসামীর বিরুদ্ধে অভিযান

পরিচালনা সহ মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল খাদ্যদ্রব্যের উপর ভোক্তা -অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃক ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, ধ্বংস এবং নগদ জরিমানা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‍্যাব- ০৫, এর সদর কোম্পানির আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীনচকসিংগা পাচঁ পাড়া এলাকায় ০৭টি ভেজাল গুড় তৈরির কারখানায় ভেজাল গুড় তৈরি হচ্ছে। এমন সংবাদে উক্ত অভিযানিক দল ১১ এপ্রিল সকাল-০৯: ৩০ ঘটিকা হইতে ১৪.১০ ঘটিকা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো)  ফজলে এলাহীকে সঙ্গে নিয়ে জরিমানা আদায়সহ বিপুল পরিমাণে গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করেন।

সারাদেশ এর আরও খবর: