সালথায় জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

সালথায় জেলেদের মাঝে ছাগল ও জাল বিতরণ করলেন জেলা প্রশাসক


সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের সালথায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে  মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পি এএ)। গতকাল সোমবার ১০ (এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তর সালথা এর বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়।  ৫জন করে ৮ গ্রুপের ৪০ জন জেলে ও অন্য ২ গ্রুপের ২০ জন জেলেকে ২ টি করে মোট ৪০টি ছাগল, খাবার ও ওষুধ ভ্যাকসিন প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক ডিসি মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী,উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস,উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সারাদেশ এর আরও খবর: