কালারমারছড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি গঠন

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ

কালারমারছড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি গঠন


নুরুল করিম (মহেশখালী) : মহেশখালী উপজেলার ৩নং কালারমারছড়া ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটির অনুমোদন।


৯ ই এপ্রিল রবিবার, বিকাল ৪টায় মহেশখালী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় সম্মতিক্রমে শ্রমিক নেতা শহিদুল ইসলাম রিপন সভাপতি ও ফাহিম মোহাম্মদ জিহাদ সাধারণ সম্পাদক এবং ফরহাদ উল্লাহ'কে সাংগঠনিক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষনা করা হয়। এতে সহ-সভাপত পদে- মোঃ মনজুর আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ আব্বাস, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে- দলিলুর রহমান বাদশা, আব্দুর রহিম ড্রাইভার, মোহাম্মদ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ সাইফুল, হান্নান, প্রচার সম্পাদক- আব্দুল হাকিম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহিম,  মনজুর আলম ও সদস্য জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, মোহাম্মদ সোয়াইফ, মোহাম্মদ রিদুয়ান, রেজাউল করিম, রুহুল আমিন। উক্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জন্য নিদর্শনা দেওয়া হয় ।


উপজেলা জাতীয় শ্রমিকলীগেরসভাপতি জসিম উদ্দিন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত পথে নতুন বাংলাদেশ গঠনের জন্য এই নির্বাচনে আমাদের বিজয়ের বিকল্প নেই। তাই মহেশখালী উপজেলার সকল শ্রমিককে এক ছাতার নিচে থেকে পরিচালিত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। অধিক সময় কাল ধরে বহাল থাকা কালারমারছড়া ইউনিয়ন শ্রমিক লীগকে ঢেলে সাজিয়ে এবার নির্বাচনমুখী একটি কমিটি গঠন করা হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ,যুব লীগ,ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: