বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

জেলা জাসদের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ কালচারাল ফোরাম'র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ কালচারাল ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক

দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক প্রদীপ পাল নিতাই, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিন্দু তালুকদার, শামস শামীম প্রমুখ।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ এর কর্মময় জীবন ও সংস্কৃতিতে অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় সুনামগঞ্জ কালচারাল ফোরামের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে শোকবার্তা তুলে দেন অতিথিবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রিয়াজ উদ্দিন।


সারাদেশ এর আরও খবর: