উত্তরা টাউন কলেজ এর অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন নূরুল আলম ভূঁইয়া

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০১:৪১ অপরাহ্ন   |   শিক্ষা

উত্তরা টাউন কলেজ এর অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন নূরুল আলম ভূঁইয়া



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বৃহৎ বেসরকারি কলেজ ‘উত্তরা টাউন কলেজ,ঢাকা’ এর অধ্যক্ষ পদে যোগদান করেছেন মো. নূরুল আলম ভূঁইয়া। সম্প্রতি   এ উপলক্ষে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা অ্যাকাডেমিক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও মাউশি’র সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এটিএম শরীফ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর এম. আবদুল হাকিমসহ কলেজ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, বিদায়ী উপদেষ্টা প্রফেসর মোঃ খোরশেদ আলম এবং কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


জনাব মো. নূরুল আলম ভূঁইয়া ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ঢাকা কমার্স কলেজে দীর্ঘ ২৮ বছর অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন।তিনি পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি লেখালেখিও করেন। তাঁর রচিত উচ্চমাধ্যমিক ব্যবসায় সংগঠণ ও ব্যবস্থাপনা বইটি ছাত্রছাত্রীদের নিকট সুপরিচিত।এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।


অধ্যক্ষ মো. নূরুল আলম ভূঁইয়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া ভূঁইয়া বাড়ির সন্তান। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

শিক্ষা এর আরও খবর: