মরমী কবি ও সাধক হাসন রাজার মৃত্যুশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন   |   বিনোদন

মরমী কবি ও সাধক হাসন রাজার  মৃত্যুশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা


শামসুল কাদির মিছবাহ ( সুনামগঞ্জ):

মরমী কবি ও সাধক হাসন রাজার মৃত্যুশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত  হয়। এতে সুনামগঞ্জের সংস্কৃতিসেবী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।

সভায় মরমী কবি ও সাধক হাসন রাজার মৃত্যুশতবর্ষ উদযাপন বড় পরিসরে করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণসহ পরবর্তী করণীয় সম্পর্কে শহরের সকল সুধিজনদের নিয়ে প্রস্তুতিসভার সিদ্ধান্ত গৃহিত হয়।

সাংবাদিক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, কবি ও লেখক সুখেন্দু সেন, হাসন রাজার প্রপৌত্র দেওয়ান  সামারিন রাজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুন্দরম শিল্পীগোষ্ঠীর সভাপতি শুক্লা রায় চৌধুরী, কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি কোহিনূর বেগম, বেতার শিল্পী মতি লাল চন্দ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, কবি শেখ একেএম জাকারিয়া, সাংবাদিক এসকিউ মিছবাহ, মাওলানা এমদাদুর রহমান, ব্যবসায়ী মাহবুব তালুকদার, প্রভাষক ও সংস্কৃতিকর্মী রাহমান তৈয়ব, আজিজুল ইসলাম প্রমুখ।

বিনোদন এর আরও খবর: