যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মোটরসাইকেলের উপর তৈরি বৃহৎ নৌকা বানিয়ে বঙ্গবন্ধুর নামে গান গেয়ে সকলের দৃষ্টি কেড়েছেন শহর আলী

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে  মোটরসাইকেলের উপর তৈরি বৃহৎ নৌকা বানিয়ে বঙ্গবন্ধুর নামে গান গেয়ে সকলের দৃষ্টি কেড়েছেন শহর আলী


বিএম আসাদ (যশোর) : আজ যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এ জনসভা উপলক্ষে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে দেখা গেছে অন্য এক দৃশ্য।" তোমরা ভুলেই গেছো বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধু রেখে গেছে সোনার বাংলার মান। তারই কন্যা শেখ হাসিনা রেখেই যাবে উন্নয়নে সোনার বাংলার মান' মোটরসাইকেলের উপর তৈরি বৃহৎ নৌকার মাঝে দোতারা হাতে গান গেয়ে চলছেন বাউল শহর আলী। আজ সকাল আটটায় যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত প্রেসক্লাব যশোরের সামনে তার তৈরি নৌকার ভিতর দুহাতে দোতারা বাজিয়ে আপন মনে গানটি গেয়ে চলছেন। সুমধুর কন্ঠে তার এই গান শুনে অনেক দর্শকদের অনেকে আবেগে আলপুতো হয়ে পড়েন। অনেক লোক রিক্সার উপর তৈরি নৌকার পাশে দাঁড়িয়ে একাগ্র চিত্তে ওই গান শোনেন এবং শহর আলীকে ধন্যবাদ জানান। এ সময় শহরের সাথে আলাপকালে তিনি জানান, বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি প্রাণের চেয়ে ভালোবাসেন। তাই যশোরে শেখ হাসিনার আগমনের কথা শুনে তিনি (শহর আলী) লোকজনকে জানানোর জন্য রাজপথে নিজের তৈরি মোটর সাইকেলের উপর নৌকার ভিতর বসে দোতারা নিয়ে এই গান গাইছেন। শহর আলীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার শরশুনা গ্রামে।#


ভিন্ন খবর এর আরও খবর: