মুকসুদপুরে গাঁজাসহ গ্রেফতার ৩
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১১:১৮ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন এলাকা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৬ নভেম্বর শনিবার সকালে উপজেলার উজানী বাজার এবং কাশালিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই শহিদুল ইসলাম, অভিযান পরিচালনা করে ৫’শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো খালকোলা গ্রামের সুমন্ত সরকারের ছেলে মাদক ব্যবসায়ী কমলেশ সরকার, বামনগাতী গ্রামের বিল্লাল শিকদারের ছেলে সাগর শিকদার এবং কাশালিয়া গ্রামের লাল মিয়া শরীফের ছেলে রেজাউল শরিফ।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, মুকসুদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের মাদক মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ####