কুমিল্লায় আন্তঃজেলা গরু ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার, বিপুল পরিমান অস্ত্র ও গরু উদ্ধার
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ
সম্প্রতি কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশেপাশের কয়েকটি জেলায় প্রায় গরু চুরি/ডাকাতির ঘটনা ঘটছে। যাদের চুরি/ডাকাতির ধরন একইরকম। উক্ত চুরি/ডাকাতির ঘটনা নিবারনের লক্ষ্যে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি চেকপোস্ট ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি চুরি/ডাকাতির ঘটনার তথ্যসমূহ বিশ্লেষণপূর্বক ৪ জানুয়ারি ভোররাত সোয়া ৩ টায় সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অবস্থান করাকালে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অভ্যাসগতভাবে গরু ডাকাত চক্রের সদস্য চোরাইকৃত গাভী গরু বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়ীযোগে বহন করে ফেনী হতে ব্রাহ্মণপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অভ্যাসগত চোর/ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। অভিযানে বিভিন্ন জাতের ০৮ টি চোরাই গরু, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং চোরাই/ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যগণ ইতিপূর্বে চান্দিনা ও লাকসাম থানা এলাকায় গরু ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ঠিকানা :- ১) মাহমুদ @ সিফাত(১৯),থানা-চন্দিনা, জেলা -কুমিল্লা।(পূর্বে ০৪টি মামলা);
২) মোঃ বেলাল(৪২), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী। (পূর্বে ০৪টি মামলা); ৩) মোঃ নুর নবী @ সুমন (২৫), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী। (পূর্বে ০১টি মামলা);
৪)মোঃ রাহাত @ রাজু (২৮), থানা:- টঙ্গী পশ্চিম, জেলী- গাজীপুর; ৫)জামাল কারী (৪০), থানা-কোম্পানীগ, জেলা-নোয়াখালী; ৬) মোঃ ইলিয়াস (৩৫),থানা-কোম্পানীগ, জেলা-নোয়াখালী।
উদ্ধারকৃত মালামাল:বিভিন্ন জাতের ৮ টি গাভী গরু, একটি নীল হলুদ রংয়ের পিকআপ গাড়ী , একটি দেশীয় তৈরী এলজি, যাহা বাটসহ লম্বা ১৯ (উনিশ) ইঞ্চি, ২ রাউন্ড বার বোরের কার্তুজ গুলি, একটি কমলা রংয়ের লোহার কাটার, যাহা বাটসহ লম্বা ২৯.৫ (সাড়ে উনত্রিশ) ইঞ্চি, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো হাসুয়া, যাহা বাটসহ লম্বা ২৩.৫ ইঞ্চি, একটি প্লাষ্টিকের হাতল যুক্ত লোহার তৈরী কুড়াল, যা হাতলসহ লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার রড, যা লম্বা ১৬ ইঞ্চি, একটি প্লাষ্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি, যা বাটসহ লম্বা ১১.৫ ইঞ্চি, কমলা রংয়ের বক্সে ২ পিস রকেট প্যারাসুট ফ্লেয়ার (যাহা আসামীরা চুরি/ডাকাতি সময় সংকেত পাঠানোর জন্য ব্যবহার করে), একটি সাদা প্লাষ্টিকের বস্তা জব্দ করা হয়েছে।
