রূপসায় ছোট ভাইকে হত‍্যার উদ্দেশ‍্যে জখম করার অপরাধে বড় ভাই গ্রেফতার

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

রূপসায় ছোট ভাইকে হত‍্যার উদ্দেশ‍্যে জখম করার অপরাধে বড় ভাই গ্রেফতার


মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :   

রূপসায় বড় ভাই জাহিদুলের হাতে জখম হয়ে ছোট ভাই শহিদুল স্বাস্থ‍্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছে।  আহত শহিদুল বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের  করেছেন এবং পুলিশ জাহিদুলকে গ্রেফতার করেছে।


মামলা সূত্রে জানা যায়, নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত দলিল উদ্দীন  এর পুত্র শহিদুল শেখ ও বড় ভাই জাহিদ শেখ তার স্ত্রী আনোয়ারা বেগমের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।

 

সেই সূত্র ধরে বিভিন্ন সময় ছোট ভাই শহিদুল কে হত‍্যার হুমকি ধামকি দিয়েও আসছে জাহিদুল।তার ই জের ধরে গত ৫ নভেম্বর  আসামীরা রাত আনুমানিক ২টার সময়  শহিদুলের বসত বাড়িতে  অনাধীকারে প্রবেশ করিয়া তাহার নাম ধরে ডাকাডাকি করতে থাকে এবং গালিগালাজ করতে থাকে। এ সময় শহিদুল ঘুম থেকে উঠিয়া দরজা খুলে আসামিদের নিকট তাকে গালিগালাজের কারণ জিজ্ঞাসা করে এবং গালিগালাজ করিতে নিষেধ করিলে শহিদুলের উপর আরো ক্ষিপ্ত হয়  জাহিদুল ও তার লোকজন।


একপর্যায়ে  বিবাদী জাহিদ তার হাতে থাকা চাকু দিয়ে শহিদুল কে হত্যার উদ্দেশ্যে তার পেটে কোপ মারে । এসময় ডান হাত দিয়ে ঠেকাইলে উক্ত কোপ ডান হাতের তালুকাটিয়ে রক্তাত্ব জখম হয় এবং বাঁচার জন্য দুই হাত দিয়ে ঠেকাইতে গেলে তার হাতের চাকু দিয়ে ডান হাতে ও বুকের বিভিন্ন জায়গায় একাধিক কোপ মারিয়া রক্তাক্ত  জখম করে এবং কিল ঘুষি মারিয়া নিলা ফোলা জখম করে।


ওই সময় আসামী আনোয়ারা বেগম তার ঘরের মধ্যে ঢুকিয়া শোকেছের মধ্যে থেকে জমির দলিলপত্র  ও মূল্যবান কাগজপত্র ছিড়ে ফেলে এবং তার স্ত্রীর আট আনা ওজনের স্বর্ণের চেইন নগদ  টাকা নিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকারে আশেপাশ্ব ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।


এ ঘটনায় শহিদুল বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা  ব‍্যক্তিদের আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। যাহার নং-৬।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: