পুলিশের উপর চড়াও হয়ে পলাতক সাভার ছাত্রদলের সদস্য সচিব সজীব কোটবাড়ি থেকে গ্রেফতার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

মোঃ শামীম আহমেদ আশুলিয়া ঢাকা) :
দীর্ঘদিন ফেরারি থাকার পর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হানকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮ টা ১০ মিনিটে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকা থেকে একটি দলীয় প্রোগ্রাম চলাকালে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো: মজিবুর রহমান ভূঁইয়া।
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সজীব রায়হান সাভার পৌরসভার কোটবাড়ি এলাকার মৃত সদর আলী বেপারীর ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব।
জানা গেছে, গত বছরের ২৮শে ফেব্রুয়ারী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুস্তাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ বাঁধে। এসময় গ্রেফতারকৃত ছাত্রদল নেতা পুলিশের উপর লম্বা বাঁশ নিয়ে আক্রমণ করে। এঘটানা মুহুর্তেই গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে আসছিল আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পর সাভার মডেল থানার এস আই মজিবুর রহমান ভূঁইয়া এবং এ এস আই তাইফুল ইসলামের নেতৃত্বে এক চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মুজিবুর রহমান ভূঁইয়া জানান, সজীব আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ওসি স্যারের নির্দেশে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।