কলেজ ছাত্র আরফাত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

কলেজ ছাত্র আরফাত হত্যা মামলার দুই আসামি গ্রেফতার


নুরুল করিম, (মহেশখালী) :

আলোচিত মহেশখালী কলেজ ছাত্র আরফাত হত্যা মামলার পলাতক আসামী শাহ আলম(৫৫) ও তৌহিদুল আলম (২২)'কে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার ভোর রাতে ৫ টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম রামু থানা এলাকার অন্তর্গত গর্জনীয়া কচ্ছপীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।


গ্রেফতারকৃত- বড় মহেশখালী জাগিরাঘোনা এলাকার মৃত সফর মুল্লুকের পুত্র শাহ আলম ও তার ছেলে তৌহিদুর আলম। রির্পোট লেখা পর্যন্ত রামু থানা এলাকা হইতে গ্রেফতারকৃতরা

এজাহার নামীয় ৪ ও ৮ নং আসামি'দের মহেশখালী থানার উদ্দেশ্যে আনা হচ্ছে।


উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর কৃষি জমিতে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে  দুস্কৃতিকারীদের লোহার রডের আঘাতে মহেশখালী কলেজের ছাত্র আরফাত খুন হয়। এ ঘটনায় নিহতের মা কহিনুর আকতার বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: