বিভ্রান্তকর ওএমআর এ প্রাথমিকের বৃত্তি: দুশ্চিন্তায় অভিভাবক

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

বিভ্রান্তকর ওএমআর এ প্রাথমিকের বৃত্তি: দুশ্চিন্তায় অভিভাবক

 সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):

এই মাসের শেষে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঘিরে ওএমআর শিটের বিভ্রান্তি অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। পরীক্ষার আগে সরবরাহ করা নমুনা ওএমআর শিটে অসংগতি দেখা যাওয়ায় অনেকেই শঙ্কায় পড়েছেন।

তাফালবাড়ি এলাকায় অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা ওএমআর পূরণে ভুলভ্রান্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। অভিভাবক রাসেল হাওলাদার বলেন, “বাচ্চারা ভালো প্রস্তুতি নিয়েছে, কিন্তু ওএমআর ভুল হলে সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে—এই ভয়টা বেশি লাগছে।"

একজন প্রশিক্ষিত শিক্ষক নুরুন্নবী হাওলাদার জানান, শিক্ষা অফিস থেকে ওএমআর ব্যবহারে অগ্রীম স্পষ্ট নির্দেশনা ছিল এবং ওদের ভালো করে শিখিয়েছি। পরিক্ষার হলে কি করে তা বাস্তবে প্রতিফলিত হবে।

অভিভাবকরা আশা করছেন, পরীক্ষা শুরুর আগেই কর্তৃপক্ষ ওএমআর সংক্রান্ত সব অসংগতি ঠিক করবে, যাতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে।

জেলার খবর এর আরও খবর: