অবৈধ জাল ও বিষে বিপর্যস্ত উপকূল: মাছশূন্য নদী–জঙ্গল–সাগর
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
উপকূল ও নদীনির্ভর অঞ্চলে অবৈধ নেট জাল, খরচি জাল, চিংড়া জাল, বাধা জাল, ট্রলিং এবং বিষ প্রয়োগে মাছের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এসব জালে ধ্বংস হচ্ছে মাছের পোনা, বাধা জালে থমকে যাচ্ছে স্বাভাবিক জলপ্রবাহ, আর বিষে নষ্ট হচ্ছে পুরো জলজ প্রাণিসম্পদ।
মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, “বিষ দিয়ে মাছ ধরা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার জন্যও বড় হুমকি। মা মাছ ও পোনা ধ্বংস হলে দেশীয় প্রজাতি হারিয়ে যাবে।" তিনি জানান, নিয়মিত অভিযান চালানো হলেও জনসচেতনতা ছাড়া এই সংকট সামাল দেওয়া কঠিন।
জিলবুনিয়া গ্রামের জেলে ইউনুস হাওলাদার বলেন, “যে নদীতে দিনে ১০–১৫ কেজি মাছ পেতাম, এখন দুই কেজিও মেলে না। অবৈধ জাল ও বিষ আমাদের জীবিকা শেষ করে দিচ্ছে।"
