সুনামগঞ্জ-৪ আসন: স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে লড়বেন জাকেরীন

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন   |   জেলার খবর

সুনামগঞ্জ-৪ আসন: স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে লড়বেন জাকেরীন


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ) :

সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় পৌর শহরের তেঘরিয়া এলাকার নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।


এ সময় জাকেরীন বলেন, সুনামগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেখতে চাই, অবহেলিত সুনামগঞ্জকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রার্থী হয়েছি। বেকারত্ব দূর করতে চাই। অতীতে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে বারবার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই। আমার শেষ রক্তবিন্দু দিয়ে জনকল্যাণে কাজ করতে চাই।


প্রসঙ্গত, সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। সেই লক্ষ্যে প্রচার প্রচারণাও চালান তিনি। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষণা করেন।


মতবিনিময় সভায় দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, আমার প্রতি এই জনপদের মানুষের বিশ্বাস ও আস্থা রয়েছে। জনমানুষের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে 

আমি চারবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। জনগণের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে প্রার্থী করা হয়েছে। জীবনের বাকী দিনগুলি আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।জনগণের অকুণ্ঠ সমর্থনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।


তিনি বলেন, আমাদের এলাকায় (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। উন্নয়য়নের দিক দিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। আমরা এর পরিবর্তন চাই, বৈষম্যের নিরসন চাই।শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে আমি সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই।

জেলার খবর এর আরও খবর: