অকার্যকর কাঠের পোল দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল, দুর্ঘটনার শঙ্কা

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

অকার্যকর কাঠের পোল দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল, দুর্ঘটনার শঙ্কা


সঞ্জয় কুলু (শরণখোলা,বাগেরহাট):

রায়েন্দা কেজি স্কুল থেকে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র কাঠের পোলটি এখন অকার্যকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় পোলটির তক্তা নষ্ট হয়ে ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পোল দিয়ে চলাচল করছেন।


স্থানীয়রা জানান, বর্ষাকালে কাঠ পচে যাওয়ায় পোলটি অস্থির হয়ে পড়ে। কোথাও দড়ি ও বাঁশ বেঁধে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা বাচ্চু জমাদ্দার বলেন, “এই পোল ছাড়া উপজেলা যাওয়ার আর কোনো পথ নেই। এখন ভয় নিয়েই পার হতে হয়।"


এ বিষয়ে উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, “পোলটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে আমরা অবগত। নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।"দ্রুত স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জেলার খবর এর আরও খবর: