লালমাই উপজেলায় দিনব্যাপী কৃষক-কৃষাণীর দক্ষতা প্রশিক্ষণ

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলায় দিনব্যাপী কৃষক-কৃষাণীর দক্ষতা প্রশিক্ষণ

কামাল হোসেন:


দক্ষতা উন্নয়নের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক কৃষাণীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালমাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো : আজিজুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ - পরিচালক উদ্ভিদ সংরক্ষণ শেখ আজিজুর রহমান, উপ- পরিচালক মো: মিজানুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহীন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ - সহকারী কৃষি কর্মকর্তা মো: জিয়া উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মো: আজিজুর রহমান বলেন, কৃষি খাতে পরিবর্তনের জন্যই আজকের প্রশিক্ষণ, ভেজাল মুক্ত খাবারের গুরুত্বারোপ করে বলেন নিরাপদ খাবার আমাদের সবার জন্য জরুরি, এজন্য কৃষি কাজে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে কৃষকরা যাতে দ্রুত কৃষিকাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষকদের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। প্রশিক্ষণে মোট ৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

জেলার খবর এর আরও খবর: