আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মহেশখালীতে মানববন্ধন ও আলোচনা সভা
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন | জেলার খবর
নুরুল করিম (মহেশখালী, কক্সবাজার) :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী উপজেলা সদরের প্রধান সড়কে ঘন্টা ব্যাপি দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচী পরবর্তী মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জান্নাতুল মাওয়া'র সঞ্চালনায় ও সভাপতি আশীষ কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু জাফর মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মহেশখালী থানার তদন্ত অফিসার প্রতুল কুমার শীল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা আনসার কমান্ডার, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের প্রভাষক কামাল হোসেন, মহেশখালী কলেজের প্রভাষক জয়েন শীল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাজেশ খান্না শর্মা, সদস্য- মাঈনুল হোসাইন, মোঃ নুরুল আলম, তাফসির আক্তার, সুশীলের প্রজেক্ট অফিসার ফাহিম রিদোওয়ান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সামাজিক ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারি দপ্তরগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

