শরণখোলায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

শরণখোলায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ


সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

বাগেরহাটের শরণখোলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেলে রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেদী হাসান, অধ্যাপক আব্দুল আউয়াল, শামীম আহমেদ, শহিদুল ইসলাম লিটনসহ অন্য নেতৃবৃন্দ। শেষে ইমাম হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

জেলার খবর এর আরও খবর: