সরকারি হাসপাতালে এখন হাতপাখাই ভরসা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট) :
উপকূলীয় উপজেলা শরনখোলার সরকারি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের ঘটনা। গরমে রোগী ও স্বজনদের নাজেহাল অবস্থা, আর হাসপাতালের অধিকাংশ ফ্যান অচল থাকায় রোগীদের শেষ ভরসা হয়ে উঠেছে হাতপাখা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী অভিযোগ করে বলেন, “ওপাশে পাখা ঘুরছে কিন্তু আমাদের এই ওয়ার্ডে পাখা ঘুরছে না। ভ্যাবসা গরমে নাজেহাল অবস্থা। এ অবস্থায় চিকিৎসক ও কর্মচারীরাও ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগসহ ও ফ্যান মেরামতের দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল জানান, “বিদ্যুৎ সংযোগ আছে, তবে যেসব লাইনে সমস্যা আছে, সেগুলো মেরামতের ব্যবস্থা চলছে। তবে এর মধ্যে রোগীদের কষ্ট লাঘবে আপাতত হাতপাখাই একমাত্র ভরসা।
