বালি ব্যবহার করায় বেড়িবাঁধে ধ্বস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
উপকূলীয় উপজেলা শরনখোলায় শতকোটি টাকার বেড়িবাঁধ এখন মারাত্মক ঝুঁকিতে। মোরেলগঞ্জ থেকে শরনখোলার বগী-গাবতলা পর্যন্ত ৬২ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মিত হয় বিশ্বব্যাংকের অর্থায়নে সিইআইপি প্রকল্পের আওতায় ২৪২ কোটি টাকায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণে বালি ব্যবহারের ফলে অল্প বৃষ্টিতেই নিচের অংশ দেবে যাচ্ছে, ফাটল দেখা দিচ্ছে, আর সামান্য জোয়ারেই নদীর পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষক তোতা মিয়া বলেন, “নিচে বালি দেয়ায় বর্ষার পানিতে সব সরে যায়। গৃহবধূ ফজিলা বেগম জানান, “বর্ষার পানিতে মাটি ধুয়ে গর্ত হয়ে গেছে।চ্ এ বিষয়ে শরনখোলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার বলেন, “বাজেট না থাকায় রিপেয়ার কাজ শুরু করা যায়নি, বাজেট পেলে কাজ হবে।
