ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকুরীর অফার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

 প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকুরীর অফার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আজ ডিএমপি’র মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকা থেকে ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকুরীর অফার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে

নেওয়া প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম: মোঃ সাইদুর রহমান (২৮)।  সাইদুর  কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার পূর্ব চ-িপুর গ্রামের  মুজিবুর রহমানের ছেলে।

নুসরাত কামাল নামে প্রতারণার শিকার একজন ব্যক্তির করা অভিযোগ মতে, গত ১০/০২/২০২৪ খ্রিস্টাব্দ ‘সাবিনা আক্তার’ নামধারী একজন প্রতারক  অ্যাপের মাধ্যমে অভিযোগকারীকে কল করে ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকুরীর লোভনীয় প্রস্তাব দেয়।  এরপর তার মোবাইলে  ম্যাসেজ আসে। এজন্য প্রথমে সিকিউরিটি মানি ও ট্যাক্সের সার্ভিস চার্জ বাবদ ৩,০০০/- টাকা দিতে হবে বলে জানায়। অভিযোগকারী উক্ত চাকুরীর প্রস্তাবে রাজি হলে তার বিশ্বাস অর্জনের জন্য তাকে অনলাইনে কিছু কাজ করতে দেয়া হয়। ১০/০২/২০২৪ খ্রিস্টাব্দ অভিযোগকারী সার্ভিস চার্জ বাবদ প্রতারকের দেয়া বিকাশ নম্বরে ১০০০/- টাকা ও ৩,০০০/- টাকা প্রেরণ করেন। এরপর, ১১/০২/২০২৪ খ্রিস্টাব্দ প্রতারকেরা অভিযোগকারীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে তার কাজের ভলিয়ম অনেক বেশি এবং তাকে আরো অধিক টাকার কাজ করতে হবে বলে জানিয়ে কাজের সিকিউরিটি মানি বাবদ পুনরায় টাকা দিতে বলে। “যত বেশী বিনিয়োগ-তত বেশী লাভ” এরকম প্রস্তাবে অভিযোগকারী সরল বিশ^াসে প্রতারকের কথামতো তার দেয়া বিকাশ নম্বরে ১১/০২/২০২৪ খ্রিস্টাব্দ বিভিন্ন সময়ে মোট ৬২,৮৩৯/- টাকা এবং ১১/০২/২০২৪ খ্রিস্টাব্দ থেকে

১৩/০২/২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংক, ফেনী জেলা শাখা এর একাউন্ট নং- ০০২৬১২১০০০৩২৩৪০ -এ ২,৯৮,২৩৭/- টাকা প্রেরণ করেন। এভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারকেরা অভিযোগকারীর কাছ থেকে কয়েক ধাপে সর্বমোট ৩,৬৫,০৭৬/- টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে, প্রতারকেরা আরো টাকা চাইলে অভিযোগকারী নুসরাত কামালের সন্দেহ হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয়া হয়। নুসরাত কামাল এ সংক্রান্তে ডিএমপি’র গে-ারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে গে-ারিয়া থানার মামলা নং- ০৬, তারিখ- ০৭/০৫/২০২৪ খ্রিস্টাব্দ ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। আসামী সনাক্ত ও গ্রেফতার সংক্রান্তেতদন্তকারী কর্মকর্তা কর্তৃক এটিইউ তে প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে প্রতারণার অর্থ গ্রহণকারী আসামী মোঃ সাইদুর রহমান (২৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে গে-ারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: