ময়মনসিংহ অঞ্চলের পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

জুলাই মাসের প্রথমদিনেই ময়মনসিংহ অঞ্চলের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সফল কর্মকর্তাদের নিয়ে বীমা দাবির চেক হস্তান্তর ও মে মাসের টার্গেট অর্জনকারী ফুলবাড়ীয়া সার্ভিস সেলের ৩ জনের বেতনের চেক দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাল বিএম শওকত আলী। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।