আনোয়ারা খানম এর কবিতা "বেলা"

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০১:৫৫ অপরাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "বেলা"


"বেলা"

আনোয়ারা খানম


পৃথিবীটা যখন প্রভু -

আশা যাওয়ার খেলা!

মাঝে তবে কেনো দিলে

একটু খানি বেলা!!


প্রেম দিলে ভালোবাসা দিলে

বন্ধন দিলে মায়ার,

সবুজ দিলে স্বপ্ন দিলে

সংসার দিলে ছায়ার।


আলো দিলে আধাঁর দিলে

দিলে শীত বসন্ত ফাগুন,

শিমূল পলাশ সবইতো দিলে

দিলে কোকিলের কুহু তান।


কষ্ট দিলে বিরহ দিলে

উপলব্ধি দিলে বুঝার,

মন দিলে হৃদয় দিলে

আনন্দ - বেদনা-জ্বালার!


ফুল দিলে ফসল দিলে

দিলে বাহারি কানন,

অনন্ত কাল দিলে না কেনো

সাধিতে জীবন-যাপন???


পরকালের আরেক বেলা

জানিনা তো কেমন?

আরাধনা তোমার তরে প্রভু

করিও মম যতন।


এ পারের অপূর্ণতা যত

পূর্ণতায় পৌঁছে দিও,

এ অধম বান্দার অপরাধ

ক্ষমি, যতনে রাখিও।।

সাহিত্য এর আরও খবর: