আনোয়ারা খানম এর কবিতা "জ্বলন্ত প্রমান"

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০১:৩৮ অপরাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "জ্বলন্ত প্রমান"

"জ্বলন্ত প্রমান"
আনোয়ারা খানম

জেনে নাও হে মানব জাতি - - - -
তোমরা কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতি
সব সৃষ্টির মূলে একই বিশ্বপতি।

ধর্ম- বর্ণ,ধনী - গরীব সবিশেষ
সকলে সমান,
করনা রেখে গেল পৃথিবীতে তারই
জ্বলন্ত প্রমান।

রক্ত যদি হয় মানবের তাতেই
তার সুখ বসবাস, মহা উল্লাসের
জীবন যাপনের - - - -
বিভেদ সে কোথাও দেখে নাই
সীমানার গন্ডি সে মানে নাই।

বেঁছে বেঁছে আক্রমণের সীমা রেখা
সে টানে নাই - - - - - - -
মানবের তরে এর চেয়ে বড় শিক্ষা
আর কিছু নাই,
এক মাত্র সৃষ্টিকর্তা ছাড়া রক্ষা করার
ক্ষমতা আর কারো নাই।।

(আনোয়ারা খানম, ২৯.০৩.২০২০,ঢাকা।)

সাহিত্য এর আরও খবর: