আনোয়ারা খানম এর কবিতা "নারী"
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০১:০৭ পূর্বাহ্ন | সাহিত্য

"নারী"
আনোয়ারা খানম
নারী তুমি কখনও কন্যা
কখনও বধূ কখনও মা
বহুরূপে বিস্তৃত তোমার
বাহারি কর্মযজ্ঞ রূপ মহিমা।
পিতৃগৃহ শ্বশুরালয় সর্বত্রই তো
তোমার দায়ভার মায়ার বাঁধন,
সবাইকে করতে পারলে আপন
তবে তো হয় সুখে জীবন যাপন।
তোমার ত্যাগ-তিতীক্ষায়
তোমার সযত্ন আন্তরিকতায়,
জগৎ সংসার ভরে যায় পূর্ণতায়
সবাইতো থাকে তোমার প্রতিক্ষায়।
তোমায় তো তাই দূর্বার গতিতে
পরম শুদ্ধতায়, সতত চলার পথ
পরিক্রমায়, এগুতেই হয়,
অসীম শক্তি -সাহস - - - -
পবিত্রতা ও বুদ্ধি মত্তায়।।
(আনোয়ারা খানম, ঢাকা। তারিখ: ১৯.০৩.২০২০)