সরকারি বাংলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মিটুল চৌধুরী।
প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৩, ০৯:১০ অপরাহ্ন | শিক্ষা
রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মিটুল চৌধুরী।
রবিবার (১৩ আগস্ট ) দুপুরে কলেজটিতে তিনি উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি একই কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও কলেজটির শিক্ষক পরিষদ এর পরপর দুইবার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, মঙ্গলবার (১৯ জুলাই ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।
১৯৯৩ সালে তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ,ময়মনসিংহ যোগদান করেন।
নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগদান করায় বর্ণাঢ্য জীবনের অধিকারী উপাধ্যক্ষ হিসেবে কলেজটিতে মিটুল চৌধুরীকে প্রাণঢালা বিশেষ অভিনন্দন জানিয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া তারঁ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও সরকারি বাংলা কলেজ পরিবারও তাঁকে অভিনন্দন জানিয়েছে।
প্রফেসর মিটুল চৌধুরী বলেন, আমি এই কলেজে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি । সেই অভিজ্ঞতা নিয়ে অধ্যক্ষ মহোদয়ের সাথে কলেজের গুণগত শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাবো।

