দেশীয় মাছের সংকট: নদী-নালায় হারিয়ে যাচ্ছে প্রাচুর্যের দিন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন | জেলার খবর

সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
উপকূলীয় অঞ্চলসহ সারাদেশেই এখন দেশীয় মাছের অকাল দেখা দিয়েছে। একসময় পুকুর, খাল-বিল, নদী-নালা ভরা থাকত রুই, কাতলা, মৃগেল, পুঁটি, টেংরা, শোল, বোয়াল, কই, টাকি আর চিংড়িতে। কিন্তু এখন সেই দৃশ্য যেন অতীত স্মৃতি। স্থানীয় জেলেদের অভিযোগ, অতিরিক্ত মাছ ধরা, জলাশয় ভরাট, রাসায়নিক দূষণ, বনাঞ্চলে বিষ প্রয়োগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশীয় প্রজাতির মাছ ক্রমেই হারিয়ে যাচ্ছে। প্রজনন মৌসুমে অবাধে মাছ ধরা ও নদীর প্রবাহে বাধা সৃষ্টি করায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
প্রাণিবিদদের মতে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশীয় মাছ শুধু বইয়ের পাতায় থাকবে। তাই এখনই জলাশয় রক্ষা, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা এবং দেশীয় মাছের সংরক্ষণে সরকার ও জনগণের যৌথ উদ্যোগ জরুরি।আব্বাস গাজী নামে একজন প্রবীণ জেলে আফসোস করে বলেন, “আগে নদীতে জাল ফেললেই মাছ পাওয়া যেত, এখন জাল শুকাতে হয় রোদে!