সালথায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন মাওলানা আবু ছায়েম মোল্লা
প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:৪০ অপরাহ্ন | সারাদেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
সালথা উপজেলার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
জানা যায়, আবু ছায়েম মোল্লা ২০০৪ সালে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। আবু ছায়েম মোল্লা সালথা উপজেলা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম ইসমাইল মোল্লা, মায়ের নাম রাহেলা বেগম। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্লা বলেন, এ অর্জন আমার একার নয় মাদ্রাসার সকালের । উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম। তবে এমন অর্জন আমাকে আরো অনুপ্রেরণা দিবে। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকগণ বলেন, তিনি আমাদের প্রতিষ্ঠান কে ২০০৪ সাল থেকে থেকে তিল তিল করে এই ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসাটি প্রথমে দাখিল এরপরে আলিম এখন ফাজিল এবং কেন্দ্রীয় মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলেছেন এলাকায় ইসলামী শিক্ষায় তার অনেক অবদান রয়েছে। দিন দিন প্রতিষ্ঠানের আরো উন্নতি কামনা করি।