নিজের বোলিং নিয়ে ‘মাতামাতি’র কিছু দেখছেন না শান্ত
প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন | খেলাধুলা

ব্যাটার হিসেবে লম্বা একটা খারাপ সময় কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এখন তিনি পুরো ফর্মে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তিনি যে ফর্মে আছেন, তার দেখা মিলছে যেন সবখানেই। ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংটা এমনিতেই দারুণ হচ্ছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শান্ত সফল ছিলেন বল হাতেও। কিছুতেই যখন উইকেটের দেখা মিলছিল না, তখন উইকেট এনে দেন। গুরুত্বপূর্ণ সময়ে তিন ওভারে ১০ রান দিয়ে নেন এক উইকেট। এরপর থেকে সব জায়গাতেই শান্তর বোলিং নিয়ে আলোচনা হচ্ছে। তবে তিনি বলছেন, একদিনের বোলিং দেখেই এত মাতামাতির কিছু নেই।
মঙ্গলবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশ দল। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই যে আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি। ’
বোলিংয়ে আসার আগে অধিনায়কের সঙ্গে কী কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিল বোলিং করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। বেশির ভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি। ’
বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গাতেই শান্তর সরব উপস্থিতি ছিল। তাকে মাঝেমধ্যে দেখা গেছে নেতৃত্বেও। বোলারকে এসে পরামর্শ দিয়েছেন, বার্তা ছিল ফিল্ডারদের জন্যও। শান্ত অবশ্য বলছেন, এসব তিনি করেন নিয়মিতই। দলের তাতে উপকার হলে ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
শান্ত বলেন, ‘আমার মনে হয় দলে যখনই ফিল্ডিং করি, আমরা সবাই চেষ্টা করি সাহায্য করার। যদি কোনো আইডিয়া থাকে ওটা বোলার বা অধিনায়ককে দেওয়া। ওটা সবসময়ই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এতে যদি দলের উপকার হয়ে থাকে তাহলে ভালো লেগেছে অবশ্যই। সবসময় চিন্তা থাকে কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি। ’