সুনামগঞ্জ জেলা শিল্পকলায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন   |   বিনোদন

সুনামগঞ্জ জেলা শিল্পকলায় তৃতীয় বাংলাদেশ  চলচ্চিত্র উৎসব উদ্বোধন


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

"সবার জন্য চলচ্চিত্র- সবার জন্য শিল্প সংস্কৃতি" এই প্রতিপাদ্য নিয়ে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ও ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপি একযোগে ১৫ দিনব্যাপি চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল এর সঞ্চালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রমেন্দ্র ভট্টাচার্য্য, কবি ও প্রাবন্ধিক সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, প্রবাসী গীতিকার দিলোয়ার রহমান মুজিব, দীপেন্দ্র নারায়ন চৌধুরী স্বপন, কবি রুনা শাহীন আরা লেইচ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে নূরুল আলম আতিক পরিচালিত ও  মতিয়া বানু শুকু প্রযোজিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র "লাল মোরগের ঝুঁটি" প্রদর্শিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।

বিনোদন এর আরও খবর: