সাংবাদিক পুত্র বেলাল হোসেন রিপন'র ঢাবিতে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রী অর্জন

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৭:৩০ অপরাহ্ন   |   ভিন্ন খবর

সাংবাদিক পুত্র বেলাল হোসেন রিপন'র ঢাবিতে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রী অর্জন

শিব্বির আহমদ (সিলেট) : প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি, দৈনিক সিলেট বাণীর স্টাফ ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও শাহিদা বেগমের বড় ছেলে মোঃ বেলাল হোসেন রিপন।

রিপন এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন প্রকৌশল বিভাগ থেকে সিজিপিএ ৩.৮২ পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

গত ১৯ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্নাতক ডিগ্রী অর্জনকারীদের সনদপত্র প্রদান করেন। বর্তমানে রিপন একই বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) এ অধ্যয়নরত। তার ছোট ভাই দেলোয়ার হোসেন শিপন একই বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি (ফলিত পরিসংখ্যান) এ ২য় বর্ষে অধ্যয়নরত।

মোঃ বেলাল হোসেন রিপন ও দেলোয়ার হোসেন শিপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক  আব্দুল খালিক এর ভাগনা।

এদিকে ছেলেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও সহধর্মিনী শাহিদা বেগম।

ভিন্ন খবর এর আরও খবর: