বাগেরহাটের কচুয়ায় ক্রেইন প্রকল্পের উদ্যোগে পটগান প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন | ভিন্ন খবর

মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :
বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় গোপালপুর ইউনিয়নে ক্রেইন প্রকল্পের উদ্যোগে মা ও শিশুর পুষ্টি বিষয়ক পটগান দক্ষিণ গোপালপুর জাহিদ শেখের বাড়ি গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়।
জানাযায় ক্রেইন প্রকল্পটি বাগেরহাট জেলার চারটি উপজেলার ২৫ টি ইউনিয়ন তার মধ্যে ( কচুয়ার সাতটি ইউনিয়ন, মোংলার সাতটি ইউনিয়ন,মোল্লারহাটের সাতটি ইউনিয়ন ও শরণখোলার চারটি ইউনিয়ন) এ ১ই জানুয়ারি ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড, রূপান্তর ও জে জে এস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়াম এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।