চট্টগ্রামে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন | ভিন্ন খবর
১২ নভেম্বর ( শনিবার ) নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর সভাপতি জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং সঞ্চালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী।
এসময় আঞ্জুমানের ভবন ও হাসপাতাল নির্মাণে সিএমপি কমিশনারের নিকট পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর সহ-সভাপতি জনাব শামসুল আলম শামীম।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এর সহ-সভাপতি জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ও সহ-সভাপতি জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য জনাব আব্দুল ওয়ারিশ, সংস্থার সহ-সভাপতি জনাব মোঃ ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, প্রফেসর ড. মাহমুদ এ চৌধুরী আরজু, কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য আফতাব রহিম চৌধুরীসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।

