ব্র্যাক ব্যাংকে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র প্রশিক্ষণ সম্পন্ন

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১ অপরাহ্ন   |   প্রেসরিলিজ

ব্র্যাক ব্যাংকে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র প্রশিক্ষণ সম্পন্ন

৫০ জন সম্ভাবনাময় ও উদ্যমী উদ্যোক্তা এখন তাদের নিজেদের ব্যবসাকে প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ ব্যাংক-এর সহায়তায় দু’টি ব্যাচে ৫০ জন উদ্যোক্তার জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। আজ বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় 'উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি' শীর্ষক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান। এর আগে ২৭ মার্চ, ২০২২ শেষ হয়েছিল প্রথম ব্যাচের প্রশিক্ষণ। দ্বিতীয় ব্যাচের ২৫ জন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ওবায়দুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংক-এর এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহিদ ইকবাল। দ্বিতীয় ব্যাচের ২৫ জন উদ্যোক্তার মধ্যে বিসিক নারী ও যুব উদ্যোক্তা ফোরামের (BWYEF) ৮জন অংশগ্রহণ করেন।

প্রেসরিলিজ এর আরও খবর: